ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

মহানগর বিএনপির নির্বাচিত নেতৃবৃন্দকে শামীম আহমদ চৌধুরীর অভিনন্দন

335165891 737747291066226 5790518588500046910 n copy - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মাধ্যমে নবনির্বাচিত সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর ৩নং ওয়ার্ড বিএনপির তিনবারের সহ-সভাপতি মোঃ শামীম আহমদ চৌধুরী।

রোববার (১২ মার্চ) এক অভিনন্দন বার্তায় সিলেট মহানগর ৩নং ওয়ার্ড বিএনপির তিনবারের সহ-সভাপতি মোঃ শামীম আহমদ চৌধুরী বলেন, ঐতিহাসিক কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে সিলেট মহানগর বিএনপির নেতৃত্ব নির্বাচন সিলেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব তৃনমূলের ভোটে নেতা নির্বাচিত হয়েছেন। আমি প্রত্যাশা করি ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলনে নবনির্বাচিত নেতৃবৃন্দ অগ্রনী ভুমিকা পালন করবে। সকল আন্দোলন সংগ্রামে অতীতের ন্যায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে প্রতিশ্রæতিবদ্ধ থাকবে সিলেট মহানগর বিএনপি।

উল্লেখ্য, শুক্রবার অনুষ্ঠিত সম্মেলেনে ভোটাধিকার প্রয়োগ করে আগামী দুই বছরের জন্য সিলেট মহানগর বিএনপির নেতৃত্ব তুলে দিয়েছেন ২৭টি ওয়ার্ডের কাউন্সিলররা।

সভাপতি পদে নাসিম হোসাইন পেয়েছেন ১০৫২ ভোট, সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন পেয়েছেন ১০৫৮ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব পেয়েছেন ৬৫৯ ভোট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ