ইউকে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

মাধবপুরে জুয়ার সরঞ্জামসহ ৬ জুয়াড়ি আটক

মাধবপুরে জুয়ার সরঞ্জামসহ ৬ জুয়াড়ি আটক
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় জুয়ার খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বুধবার ( ৮মার্চ) রাত পৌণে ১২ টার সময় গোপন সংবাদ ভিত্তিতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামের পুর্বদিকের রেল লাইনের অপরপ্রান্তে চা বাগানের ভিতরে মাধবপুর থানার এস আই মানিক কুমার সাহা সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে জুয়ার খেলার আসর থেকে সরঞ্জাম ও নগদ টাকা সহ ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে অভিযানকালে বেঙ্গাডুবা গ্রামের শামীম মিয়ার পুত্র জুনাইদ মিয়া (২২), মিয়া হোসেনের পুত্র ফরহাদ মিয়া (৩৯), আব্দুস সাত্তারের পুত্র কাজল মিয়া,কড়রা গ্রামের সহিদ মিয়ার পুত্র আব্দুল আজিজ (৪৫), মারাজ মিয়ার পুত্র শামসুদ্দিন (২৭) ও নারায়নগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর গ্রামের আব্দুল মোতালেবের পুত্র আতিকুর রহমান (৪৩) কে আটক করা হয়।
আতিকুর রহমানের শশুরবাড়ি শায়েস্তাগঞ্জ থানার নুরপুর জালালাবাদে এবং তার শশুরের নাম মোঃ খালেক মিয়া বলেও পুলিশ জানিয়েছে।আটককৃতদের কাছ থেকে তাসের বান্ডিল ও নগদ ২ হাজার ২৫০ টাকা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, জুয়াড়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে, বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে দিকে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ