ইউকে বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
হেডলাইন

শাবি কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রলীগের মামলার আবেদন, কর্মকর্তাদের নিন্দা

শাবি কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রলীগের মামলার আবেদন, কর্মকর্তাদের নিন্দা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তরের অডিট এন্ড অ্যাকাউন্টস কর্মকর্তা মৃন্ময় দাশ ঝুটনের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ।

মঙ্গলবার (৭ মার্চ) পরিষদটির সভাপতি এ এস এম খয়রুল আক্তার চৌধুরী ও সদস্য সচিব শাহাদাত হোসেন চৌধুরী স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদের সদস্য ও হিসাব দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মৃন্ময় দাশ ঝুটনের বিরুদ্ধে ছাত্রলীগের ভিত্তিহীন ও হয়রানীমূলক মামলা দায়ের করার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ইঙ্গিত বলে ধারণা করছে পরিষদ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয় বিবৃতিতে।

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদের সদস্য সচিব শাহাদাত হোসেন চৌধুরী বলেন, এমন মামলায় আমরা ক্ষুব্ধ, তবে শঙ্কিত নই। আমরা ঐক্যবদ্ধ আছি। যেকোনো ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করবে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ