ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সিলেটে পবিত্র শবে বরাত পালিত

IMG 20230307 WA0047 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গতকাল মঙ্গলবার রাতে সারা দেশের মতো সিলেট জেলাজুড়ে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। ইবাদত–বন্দেগির মধ্য দিয়ে শবে বরাত পালন করেন মুসল্লিরা। আজ বুধবার সরকারি ছুটি।

সিলেট জেলা শহরের বিভিন্ন মসজিদ ঘুরে দেখা যায়,   ‘পবিত্র শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা।

ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে বলে ‘লাইলাতুল বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রাত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ-অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন মুসলমানরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ