ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জামালগঞ্জে ‘আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ (কওমী মাদ্রাসা)’ ও ‘নেজামুল মাদারিরস সুনামগঞ্জ শিক্ষা বোর্ডের’ বার্ষিক পরীক্ষার সমাপ্তি হচ্ছে আজ।
জানা যায়, উপজেলার সাচনা বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী “দারুল উলুম হাফিজিয়া আরাবিয়া সাচনা বাজার মাদ্রাসা”য় “আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষা বোর্ড” ও “নেজামুল মাদারিরস শিক্ষা বোর্ডের” অধীনে গত ২৮ ফেব্রয়ারী হতে নূরানী তৃতীয় বর্ষ, ইবতেদায়ী পঞ্চম, অষ্টম, দশম ও দ্বাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু হয়। এতে উভয় শিক্ষা র্বোডের ১০ জন পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার ১৩টি মাদ্রাসার মোট ৩৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
এব্যাপারে দারুল উলুম আরাবিয়া হাফিজিয়া সাচনা বাজার মাদ্রাসার মুহতামিম মাও. আজিজুল হক জানান, ধন্যবাদ জানাতে চাই বোর্ডের সকল কর্মকর্তাদের। যাঁরা আমাদের ভাটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করে এই প্রতিষ্ঠানটিকে জামালগঞ্জের মধ্যে একমাত্র পরিক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারিত করায়। পরিক্ষার জন্য উপযুক্ত পরিবেশের কথা জানতে চাইলে তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটিতে নিরিবিলি ও পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে শিক্ষকগণের সার্বক্ষনিক পরিদর্শনের মাধ্যমে গত বছরের চেয়ে এবছর আরো সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণ হয়েছে।










