ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

বাসদ নেতা জুবায়ের চৌধুরীর সুমনের পিতৃবিয়োগে শোক

BASOD PHOTO - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন এর পিতা সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওদদু এর মৃত্যুতে বাসদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

শনিবার (৪ মার্চ) এক যুক্ত বিবৃতিতে বাসদ সিলেট জেলা শাখার আহবায়ক আবু জাফর ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওদদু চৌধুরীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওদুদ চৌধুরী শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১ টায় বার্ধক্যজনিত কারণে লোহারপাড়াস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ বাদ আসর কাজীটুলা জামে মসজিদে জানাজার নামাজ শেষে সিলেটের মানিকপীরস্থ গোরস্তানের দাফন সম্পন্ন হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ