ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা: বিভ্রান্ত না হওয়ার আহবান

অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা: বিভ্রান্ত না হওয়ার আহবান

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহিত চৌধুরী এবং কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার এর উপর মিথ্যা ও কাল্পনিক মামলার তীব্র নিন্দা জানিয়েছে ক্লাবের কার্যকরী পরিষদ। প্রেসক্লাবের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাপ্ত অনুদান ক্লাবের উন্নয়নে যথাযথ ভাবে স্বচ্ছতার সাথে ব্যয় হয়েছে বলে কার্যকরী পরিষদ অবগত আছে। প্রেসক্লাব সভাপতি ও কোষাধ্যক্ষ অনিয়মের মাধ্যমে কোন তহবিল তসরুফ কিংবা অর্থ আত্মসাৎ করেননি।
প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপর এরকম ডাহা মিথ্যে ও আজগুবি তথ্য দিয়ে মামলা দায়ের করায় কার্যকরী পরিষদ উদ্বেগ প্রকাশ করে বলে, সিলেট অনলাইন প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিপ্রায় নিয়ে একটি অশুভ ও দুষ্টচক্রের ইন্ধনে কথিত এক সদস্য মামলাটি করেন।
এতে কেউ বিভ্রান্ত না হবার জন্য কার্যকরী পরিষদ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ