ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে একদিনে দুই শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

sunamganj c15de55ab87c4acee7d892a84c82fe8f 1 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট বিভাগে একদিনে দুই তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সুনামগঞ্জের সুরমা নদী থেকে এক তরুণী ও সিলেট মহানগরীর টিলাগড় এলাকা থেকে অপর তরুণীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সুনামগঞ্জের সুরমা নদীর আব্দুজ জহুর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়। নিহত স্কুল ছাত্রী জেসমিন আক্তার তাজিম (১৬) শহরের ষোলঘর এলাকার রুহানুর রহমান রোহানের কন্যা।

স্থানীয় সূত্র মতে, তাজিম এবার শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকালে সাড়ে দশটার দিকে বিদ্যালয়ে থেকে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে সহপাঠীদের সাথে ঘুরতে আসে আব্দুজ জহুর সেতু এলাকায়। এক সময় সবার অগোচরে সে সেতু থেকে লাফ দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দুই ঘন্টা চেষ্টা পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ডুবরি দল।

প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখছে পুলিশ। সুরতহাল রিপোর্ট করে লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

অপর ঘটনাটি ঘটেছে সিলেট মহানগরীর টিলাগড় এলাকায়। বৃহস্পতিবার বেলা ৩টায় ওই এলাকার সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেল থেকে শর্মী রানী নাথ (২০) নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ।

শর্মী দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের শতেনদ্র চন্দ্র নাথের মেয়ে। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শর্মীর মরদেহ সিলিং এ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে। তিনি গত এক বছর ধরে টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেলের ২য় তলায় থাকতেন।

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ