ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সিলেটে বিয়ের ৫ দিন আগে সড়কে ঝরল যুবকের প্রাণ

image 213773 1677465540 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেটের ওসমানীনগর উপজেলায় বিয়ের কথা পাকাপাকি হয়ে যাওয়ায় দেশে এসেছিলেন এক ওমান প্রবাসী যুবক। পাঁচ দিন পর আগামী ৩ মার্চ তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। এর আগেই বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই প্রবাসী যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) শেরপুর হাইওয়ে থানা ইনচার্জ পরিমল দেব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার গয়নাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

নিহত ব্যক্তি উপজেলার উসমানপুর ইউনিয়নের কমরপুর গ্রামের ঈসমাইল আলীর (পাখি মিয়া) ছেলে জাহেদ হোসেন (৩০)। আহত ব্যক্তির নাম রেদোয়ান আহমদ (৩৫)।

জানা গেছে, রোববার বিকেলে সিলেট থেকে শেরপুরমুখী যাত্রীবাহী বাস উপজেলার গয়নাঘাট (গোয়ালাবাজার) নামক স্থানে এসে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী রেদোয়ান ও জাহেদ রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে সংবাদ পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জাহেদ নিহত হন। অন্যদিকে মারাত্মক আহত রেদোয়ান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

ইনচার্জ পরিমল দেব জানান, রোববার বিকেলে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে হাসপাতালে পাঠানো হলে একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ