ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের ওসমানীনগরের যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরো একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের গয়নাঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দূর্ঘটনায় আহত ও নিহতদের পরিচয় তাৎক্ষণিক পুলিশ বা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সএর উদ্ধার কর্মীরা নিশ্চিত করতে পারলেও স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাস্থলে নিহত ব্যক্তির নাম জাহেদ মিয়া।
তিনি উপজেলার উছমানপুর ইউনিয়নের কমরপুর গ্রামের বাসিন্দা এবং আহত ব্যক্তির নাম রেদোয়ান আহমদ সে ধনপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকাল ৫টায় সিলেট-ঢাকা মহাসড়কের গয়নাঘাট নামক স্থানে শেরপুরগামী সিলেট বিরতিহীনের একটি লোকাল বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এবং ঘটনাস্থলে জাহেদ মিয়া নিহত হন।খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত দুই মোটরসাইকেল আরোহীকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পরিমল চন্দ্র জানান, দূর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তা আটক করতে পারেনি পুলিশ।










