ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সিলেট মহানগর বিএনপির কাউন্সিল উপলক্ষে মনোনয়ন পত্র বিতরণ

Screenshot 20230224 195652 Gallery - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ৪ই মার্চ ২০২৩ কার্যক্রম উপলক্ষে মনোনয়ন পত্র বিতরণ করা হয়েছে। কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন শুক্রবার (২৪ ফেব্রুয়ারী)বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত সিলেট জেলা আইনজীবী সমিতির ৩নং বার হলে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এই মনোনয়ন ফরম বিতরন করেছে।

প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির দুই বারের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন এর কাছে মনোনয়ন ফরম গ্রহন করেন সভাপতি পদে এড.হাবিবুর রহমান হাবিব, আব্দুল কাইয়ুম জালালি পংকী, মিফতাহ্ সিদ্দিকী, বদরুজ্জামান সেলিম, নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফরহাদ চৌধুরী শামিম, ইমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, আকতার রশীদ চৌধুরী, মোস্তফা কামাল ফরহাদ, আব্দুল্লাহ শফি সায়ীদ সাহেদ, রেজাউল করিম নাচন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন বলেন, ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট মহানগর বিএনপির কাউন্সিলের মনোনয়ন ফরম বিতরন করা হয়েছে। আগামী ২৫শে ফেব্রুয়ারী বিকাল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের নিকট মনোনয়ন ফরম জমা দিতে হবে। সুন্দর ও সুশৃঙ্খল কাউন্সিল সফল করে তুলতে তিনি সকল প্রার্থী ও নেতৃবৃন্দের কাছে সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ,  নির্বাচন কমিশনার এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আতিকুর রহমান সাবু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ