
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) রেজি নং- ০০৯ সিলেট জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করা হয়।
পরে কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক মো. আব্দুল ওদুদ ও সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক সানজিদ এর পরিচালনায় শপথ বাক্য পাঠ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি ডা. হিরন মোহন বিশ্বাস, বীর মুক্তিযুদ্ধ তুতা মিয়া, তপন কুমার দাস, সহ সাধারণ সম্পাদক হরাধন নম, সমাজ কল্যাণ সম্পাদক সজিব দেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক চয়ন তালুকদার প্রমুখ।