
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ফেডারেশনের মহানগর অফিসে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলান সাজ্জাদুর রহমান, অফিস ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, শাহপরাণ পশ্চিম থানা সভাপতি মোঃ এবাদুর রহমান, দক্ষিন সুরমা থানা সহ-সভাপতি হাবিবুর রহমান, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, শাহপরান পশ্চিম থানার সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুল হক তাপাদার, বিদ্যুত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সালেহ আহমদ ও হাসপাতাল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাজন প্রমুখ।
সভাপতির বক্তব্যে এডভোকেট জামিল আহম রাজু বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন সহ সকল আন্দোলনে শ্রমিকরা অগ্রগনী ভূমিকা পালন করেছে। শ্রমিকের বাদ দিয়ে দেশের ইতিহাস কোনভাবেই পূর্ণাঙ্গ হবেনা। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের বিকল্প নেই। ভাষা আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।