ইউকে বাংলা অনলাইন ডেস্ক :দক্ষিণ সুরমার বরইকান্দিতে সুরমা নদীর পাড়ে বস্তাবন্দী অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
বরইকান্দির টেকনিক্যাল রোডের মেসার্স ইমরান চায়না অটো রাইসমিলের সামনে নদীর পাড়ে লাশটি পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার।
এ রিপোর্ট লেখা (বেলা সাড়ে ১১টা) পর্যন্ত লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করছে পুলিশ। ঘটনাস্থলে থানাপুলিশের পাশাপাশি পিবিআই’র একটি টিমও রয়েছে।
ওসি বলেন- লাশটি অজ্ঞাত। দেহ পঁচে গেছে। বয়স আনুমানিক ৪০ বছর।