ইউকে মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

হিথ্রো বিমানবন্দরে সন্ত্রাসবাদের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার


শাহনাজ
চৌধুরী শানুঃ
লন্ডনের হিথ্রো বিমানবন্দর হতে সন্ত্রাসবাদের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে

সন্দেহভাজন হিসেবে উভয়ের বিরুদ্ধেই সন্ত্রাসবাদের প্রস্তুতি প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

হিথ্রো বিমানবন্দরে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতারকৃত দুইজন পুরুষ যথাক্রমে ৩০ ৬৬ বছর বয়সী। তারা যুক্তরাজ্যের বার্মিংহামের বাসিন্দা।

১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাদের আটক করার আগে তারা একটি বিমানে উঠার প্রস্তুতি নিচ্ছিল। উভয়ের বিরুদ্ধেই সন্ত্রাসবাদের প্রস্তুতি ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের একজন মুখপাত্র বলেছেন, “বার্মিংহামে তাদের দেয়া ঠিকানায় অভিযান চালানো হবে।গ্রেফতারকৃতদের সন্ত্রাসবাদ আইন ২০০৬ এর ধারায় সন্ত্রাসবাদের প্রস্তুতি প্ররোচনার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেফতারের পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ওয়েস্ট মিডল্যান্ডসের একটি থানায় নিয়ে যাওয়া হয়

সূত্রঃ ইভিনিং স্ট্যান্ডার্ড

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ