ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

বড়লেখায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী নাট্যোৎসব ও বইমেলা

IMG 20230219 WA0012 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় জাকির হোসেন জুমনের একক পৃষ্ঠপোষকতায় ও তারুণ্য নাট্যগোষ্ঠীর আয়োজনে ‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেকে করো জয়’ এ শ্লোগানকে সামনে রেখে দ্বিতীয় বারের মতো ৩-৬ মার্চ (৪ দিনব্যাপী) নাট্যোৎসব ও বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে সম্প্রতি তারুণ্যে নাট্যগোষ্ঠীর আয়োজনে পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু ও সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্রসহ তারুণ্যের অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ৩ মার্চ জেলা পরিষদ অডিটোরিয়ামে ৪ দিনব্যাপী নাট্যোৎসব ও বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান ও উদ্বোধক হিসেবে থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য অভিনেতা ঝুনা চৌধুরী।

সমাপনী দিনে প্রধান অতিথির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৪ দিনব্যাপী নাট্যোৎসব ও বইমেলার একক পৃষ্টপোষক তারুণ্য নাট্যগোষ্ঠীর আজীবন সদস্য জাকির হোসেন জুমন। এছাড়াও উদ্বোধনী থেকে সমাপনী দিন পর্যন্ত উপজেলা পরিষদ, প্রশাসন, রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

তারুণ্য নাট্যগোষ্ঠীর সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু ও সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র বলেন, বড়লেখায় দ্বিতীয় বারের মতো জাকির হোসেন জুমনের একক পৃষ্ঠপোষকতায় ৪ দিনব্যাপী নাট্যোৎসব ও বইমেলায় প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে তাছাড়া সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকা থেকে দেশের জনপ্রিয় থিয়েটারের পরিবেশনায় নাটক মঞ্চস্থ হবে। মনিপুরি থিয়েটার কমলগঞ্জের পরিবেশনায় নাটক হেপী ডে, শূন্যন রেপার্টূরি থিয়েটার ঢাকা’র পরিবেশনায় নাটক লাল জমিন, নবশিকা সিলেটের পরিবেশনায় নাটক ফলবতীবৃক্ষ, তারুণ্য নাট্যগোষ্ঠী বড়লেখা’র পরিবেশনায় নাটক হাসির মঞ্চে ফাঁসি ও নৃত্যাঙ্গন শ্রীমঙ্গলের পরিবেশনায় গীতি নাটক মহুয়া সুন্দরী।

প্রসঙ্গত, তারুণ্য নাট্যগোষ্ঠীর ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২২ সালে জাকির হোসেন জুমনের একক পৃষ্টপোষকতায় বড়লেখায় প্রথমবারের মতো তারুণ্য নাট্যগোষ্ঠীর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী (৫-৯ মার্চ) নাট্যোৎসব ও বইমেলা অনুষ্ঠিত হয় এবং বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাব মিডিয়া পার্টনার হিসেবে অনুষ্ঠানগুলো সরাসরি সম্প্রচার করে। তারই ধারাবাহিকতায় এ বছর (৩-৬ মার্চ) ৪ দিনব্যাপী নাট্যোৎসব ও বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছর এ ধারাবাহিকতা চলমান থাকবে বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ