
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় ৭৮ হাজার ১২৯ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিলেটে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।
আজ রোববার সকালে সিলেট সিটি করপোরেশন সম্মেলন কক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা করা হয়। এ সময় ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের অবগত করেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বদরুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
এ বছরে সিলেট সিটি করপোরেশন এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট কেন্দ্রের সংখ্যা থাকবে ৩৪৮টি। কর্মশালায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সিলেট সিটি কর্পোরেশন আয়োজনে জাতীয় পুষ্টি সেবা পুষ্টি স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সাহিত্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালযয়ে বাস্তবায়নে কর্মশালায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।