ইউকে বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সিসিক মেয়র পদে অধ্যাপক জাকিরের প্রার্থীতা ঘোষণা

সিসিক মেয়র পদে অধ্যাপক জাকিরের প্রার্থীতা ঘোষণা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সিসিক মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের বর্ধিত এলাকার ৩৯ নম্বর ওয়ার্ডের টুকেরগাঁও জামে মসজিদে জাকির হোসেন জুমার নামাজ আদায় শেষে স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন- ‘ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই। একটি স্মার্ট মহানগর গড়তে চাই। স্মার্ট মহানগরের সব সুযোগ-সুবিধা নগরবাসীর জন্য সুনিশ্চিত করতে চাই।’

এ সময় তাঁর সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নজমুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ,
কার্যনির্বাহী সদস্য আবদুল আজিম ও খলিল আহমদ, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মুকিত প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ