ইউকে রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

শহীদ হুমায়ুন কবির নাহিদের ২৭ তম শাহাদাত বার্ষিকী পালন

FB IMG 1676472310727 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির প্রহসনমূলক নির্বাচন প্রতিহত এবং ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে বিয়ানীবাজার উপজেলার চারখাই পল্লীশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুলিশ কনস্টেবল জসিমের গুলিতে শহীদ হন বিয়ানীবাজার সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী চারখাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী নাহিদ। বিএনপির প্রহসনমূলক নির্বাচন প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান ছাত্রলীগের মেধাবী নেতা নাহিদ। তাহার ২৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার ( ১৫ ফেব্রুয়ারি ) বিকালে চারখাই আদিনাবাদে শহীদ হুমায়ুন কবির চৌধুরী নাহিদের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও কবর জিয়ারত করেছেন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো: নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুল খালিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবের আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু, সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমান উদ্দিন,  সদস্য নোমান আহমদ, পলাশ আফজাল, রফিকুল ইসলাম চৌধুরী রনি, ইকবাল হোসেন তারেক, সাইদুল ইসলাম, কাওছার আহমদ, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ।

শহীদ নাহিদের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহেদ আহমেদ চৌধুরী এবং সুহেদ আহমদ চৌধুরী।

উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,  যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ