ইউকে সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

চুনারুঘাটে গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে গাঁজাসহ আটক ২

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানে  চুনারুঘাট উপজেলার উবাহাটা  এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ দুই  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায়  হস্তান্তর করা হয়।  গ্রেফতারকৃতদের সোমবার (১৩ ফেব্রয়ারী) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  গ্রেফতারকৃতরা হলেন: চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকার  নুরুল হকের ছেলে কাজী হোসাইন মোহাম্মদ (২৫) ও  হবিগঞ্জ জেলার সদর উপজেলার  জগতপুর খালপাড়া এলাকার  মৃত অলিউর রহমানের ছেলে মোঃ জয়নাল আবেদীন বশির (৩৭)। এ তথ্য নিশ্চিত করে র‍্যাব ৯ এর মিডিয়া অফিসার সিনিয় এএসপি আফসান আল আলম জানান,  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ হবিগঞ্জের  শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এর একটি আভিযানিক দল  ১২ ফেব্রুয়ারি দিবাগত  রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন উবাহাটা এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ কেজি গাঁজাসহ ওই দুই  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ