ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই – মেয়র রাবেল

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ক্রিয়া চক্রের ৫০বৎসর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, তরুণ এবং যুব সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই। তিনি আরো বলেন  খেলাধুলার মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব। তাই এ খেলা আয়োজক কমিটি সদস্যদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার সময় উপজেলার ঢাকাদক্ষিণ বহুমূখি উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল মাঠে ঢাকাদক্ষিণ ক্রিয়া চক্রের উদ্যোগে এ টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়।

ঢাকাদক্ষিণ ক্রিয়া চক্রের সুবর্ণ জয়ন্তী ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সাভাপতি ও ঢাকাদক্ষিণ ইউপি সদস্য সেলিম আহমদের সভাপতিত্বে এবং ক্রিকেটার জাকির আলমের পরিচালানায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, ঢাকাদক্ষিণ বহুমূখি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, ঢাকাদক্ষিণ ক্রিয়া চক্রের আজীন সদস্য সৈয়দ হোসেন লায়েক, মো: রুহুল আমিন, হেলাল আহমদ, মো: শায়েস্তাউর রহমান, মো: মকবুল হোসেন, মাতাবুর রহমান, ঢাকাদক্ষিণ ক্রিয়া চক্রের সভাপতি মজির উদ্দিন চাকলাদার, সহ সভাপতি সাদিকুর রহমান, সহ সভাপতি কর্ণক কান্তি শর্মা, সাধারন সম্পাদক আজাদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ক্রিয়া চক্রের সদস্য কাজল কান্তি দাস, ঢাকাদক্ষিণ ইউপির সাবেক সদস্য ও ঢাকাদক্ষিণ ক্রিয়া চক্রের সদস্য হোসাইন আহমদ, বর্তমান সদস্য রাজু আহমদ প্রমুখ।

এ টুর্নামেন্টটি ঢাকাদক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ড বনাম ৮নং ওয়ার্ডের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় ২নং ওয়ার্ড ২ উইকেটের বিনিময়ে বিজয়ী হয় এবং খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে ২নং ওয়ার্ডের মাসুদকে ঘোষনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ