ইউকে রবিবার, ২ এপ্রিল ২০২৩
হেডলাইন

ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

IMG 20230131 WA0047 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের বর্ষসেরা এবং শ্রেণি ভিত্তিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় পৌর শহরের উত্তর চৌমুহনী জামে মসজিদ সংলগ্ন ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটিকা, যেমন খুশী তেমন সাজন, নৃত্যানুষ্ঠানসহ আরও বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে ১২ ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে পরিচালক কবির হোসেন ও তপন চৌধুরীর যৌথ সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিক্ষক মইনুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাইম ব্যাংক বড়লেখা ব্রাঞ্চের ব্যবস্থাপক কাজি মোশাররফ হোসেন, ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপক হানিফ আহমদ, ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস শহীদ খান, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান রুহেল আহমদ, জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, বড়লেখা প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুর রব, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সভাপতি মোহাম্মদ হানিফ পারভেজ, সাংবাদিক তপন কুমার দাস ও অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক তাহমীদ ইশাদ রিপন, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের প্রতিনিধি তানভীর আহমদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র আয়োজনে সোমবার(৩০ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ খ্রি. এর উদ্বোধন করেন বড়লেখা সরকারি কলেজের সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com