ইউকে রবিবার, ২ এপ্রিল ২০২৩
হেডলাইন

বিএনসিসির সর্বোচ্চ র‌্যাংক পেলেন শাবির শিক্ষার্থী

বিএনসিসির সর্বোচ্চ র‌্যাংক পেলেন শাবির শিক্ষার্থী

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিএনসিসি প্লাটুনের ৬ষ্ঠ ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) নির্বাচিত হয়েছেন ক্যাডেট সার্জেন্ট সজীব আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার বেড়েরবাড়ি গ্রামে।

শনিবার (২৮ জানুয়ারি) ময়নামতি রেজিমেন্টের সদর দপ্তরে ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদের জন্য পরীক্ষা শেষে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল কামরুল ইসলাম ও লেফট্যানেন্ট আজাদ (বিএনসিসিও)।

সদ্য পদোন্নতি পাওয়া ক্যাডেট আন্ডার অফিসার সজীব আহমেদ নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, বিএনসিসি একটি সুশৃঙ্খলিত স্বেচ্ছাসেবী সংগঠন। যা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করে যেতে চাই। সর্বোপরি এই দেশকে এগিয়ে নিতে আমি আমার এই অবস্থান থেকে যথাসাধ্য কাজ করে যাবো। এছাড়াও আমার অধিনস্থ সকল ক্যাডেটদের দেশপ্রেম ও শৃঙ্খলাবোধে উদ্বুদ্ধ করতে চাই।

এ প্রসঙ্গে শাবিপ্রবি প্লাটুনের প্রধান ও ৭ বিএনসিসি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম বলেন,তার এ প্রাপ্তিতে আমরা সকলেই আনন্দিত। সাথে তাকে অভিনন্দন জানাচ্ছি। জ্ঞান, শৃঙ্খলা ও একতার মাধ্যমে অন্যান্য ক্যাডেটরাও সমাজ সেবা ও শিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত হবে। আমি আশাকরি সে তার যোগ্যতা ও মেধা দিয়ে প্লাটুনকে আরও সমৃদ্ধ করবে।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি তিনি সিইউও পদের জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদর দপ্তরে লিখিত পরীক্ষা, ড্রীল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হোন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com