
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নয়নাভিরাম সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলছে বিপিএল টি-টুয়েন্টির সিলেট পর্ব। ষোলকলা পরিপূর্ণ থাকা সত্ত্বেও সিলেট স্টেডিয়ামে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া লীগের খেলা হয় খুব কম। দর্শকপর্ণ গ্যালারি কিংবা ক্রিকেট নিয়ে সিলেটবাসীর উচ্ছ্বাসের কথা জানার পরও বিসিবির নজর কাড়তে পারে না সিলেট স্টেডিয়াম।
এবারের সিলেট বিপিএল পর্বের ৩য় দিনে সিলেট এসে পৌঁছেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবির অন্যান্য শীর্ষ কর্তারা। যেন খানিকটা কড়া নেড়েছে বিসিবির, সিলেট এসেই বিসিবি প্রেসিডেন্ট ঘুরে ঘুরে দেখেছেন সিলেট স্টেডিয়ামের প্রতিটি গ্রাউন্ড।
সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্সের টস হওয়ার আগ মুহূর্তে নাজমুল হাসান পাপন ঢুকলেন প্রধান গ্রাউন্ডে। তাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের ঘরের মাঠ এবং দর্শকপূর্ণ গ্যালারি দেখাচ্ছিলেন বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। ঠিক তখন প্রতিটি গ্যালারি থেকে দর্শকরা চিৎকার শুরু করেন ‘নাজমুল ভাই, সিলেটে আরো বেশি খেলা চাই’। প্রতিউত্তরে দর্শকদের উদ্দ্যেশ্যে হাত নাড়েন নাজমুল হাসান পাপন।
এবার কি তবে বিসিবির সবুজ সংকেত পাবে সিলেট? সিলেট কি পারবে বিসিবির সৎ সন্তান থেকে মূল সন্তান হতে? অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে হয়তো শীঘ্রই। দেখা যাক, সিলেট বিসিবি বসের দরোজায় কতটুকু কড়া নাড়তে পারে।