
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ (কোছাক) আয়োজিত “কোছাক ক্রীড়া সপ্তাহ-২০২৩” এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কোছাক সাধারন সম্পাদক এহসানুল মাহবুবের পরিচালনায় ও সভাপতি ফখরুল ইসলাম নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক দিলোয়ার মাহমুদ রিপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন এবং বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রাসেল আহমদ, ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম জেসমিন, যুক্তরাজ্য ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ দেওয়ান, ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালিক, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আমেনা বেগম, শেফালী আক্তার, রুমানা আক্তার, আছমা আক্তার, রুবিনা আক্তার সহ কোছাক কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দগণ। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।