ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, কানাইঘাট এবং জৈন্তাপুর থানার ওসি রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়কে কোম্পানীগঞ্জ থানায়, কানাইঘাট থানার ওসি মো: তাজুল ইসলাম, পিপিএম কে বিয়ানীবাজার থানায়, জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদকে কানাইঘাট থানায় এবং গোয়াইনঘাট থানার ওসি মোঃ ওমর ফারুককে জৈন্তাপুর মডেল থানায় বদলী করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানা গেছে।










