ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

কামরান ছিলেন তৃণমূল থেকে ওঠে আসা এক নন্দিত জননেতা: নাদেল

কামরান ছিলেন তৃণমূল থেকে ওঠে আসা এক নন্দিত জননেতা: নাদেল

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, সিলেটের রাজনীতিতে বদর উদ্দিন আহমেদ কামরান ছিলেন গণমানুষের কাছের মানুষ। নিবিড় ভাবে দেখেছি, মিশেছি এবং সুখ-দুঃখের সাথী হয়েছি। মানুষের বান্ধব ছিলেন তিনি। বদর উদ্দিন আহমেদ কামরান ছিলেন তৃণমূল থেকে ওঠে আসা এক নন্দিত জননেতা। গণমানুষের রাজনীতিতে যেসব গুণ থাকা দরকার তার সবই ছিল বদর উদ্দিন আহমেদ কামরানের মধ্যে। ব্যক্তিগত জীবনে খুবই সাদামাটা চলাফেরায় অভ্যস্থ ছিলেন তিনি।
রোববার সন্ধ্যায় (২২ জানুয়ারি) দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকায় সুরমা বয়েজ ক্লাব, ক্লিন সিটি, উদীপ্ত সিলেট, ব্লাড ডোনেশন লিংক, নুমিনাস সোস্যাল সার্ভিস ক্লাব, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ, ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্টস এর উদ্যোগে বদর উদ্দিন আহমদ কামরান সামাজিক সংগঠন ফুটসাল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নাদেল আরো বলেন, কামরান এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার কাছে দলমত নির্বিশেষে সবার দুয়ার ছিলো খোলা। যা তাকে জনপ্রিয় ও সবার কাছে প্রিয় করে তুলে। তিনি আরো বলেন, ‘আমাদের যুব সমাজ খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায় এসব দিকে যেন আন্তরিক হয়, নিজেদেরকে আরও সম্পৃক্ত করে। সেটা আমাদের জননেত্রী শেখ হাসিনা সরকারের আকাংখা।

সুরমা বয়েস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উদ্দীপ্ত সিলেটের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহি পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, সদস্য জুমাদিন আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লিন সিটির সভাপতি নাজিব আহমদ, ব্লাড ডোনেশন লিংকের সভাপতি টুটুল গাজী, শাবিপ্রবির গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক ফারহান রুবেল, ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স এর সভাপতি কাজী মহিবুর রহমান সুমন, নুমিনাস সোস্যাল সার্ভিস ক্লাবের সভাপতি মো: সাকির রানা (কাবির)।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমরান উদ্দিন, মো: আবু বক্কর সিদ্দিকী, মো: জায়েদ আহমদ, আব্দুল লতিফ, তারেক রহমান, সুয়েব নেওয়াজ, রেজাউল হক সিজার, মাসুদ আহমদ প্রমুখ। পবিত্র কুরআন থেকে পাঠ করেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফিজ মাও মইনুল ইসলাম আশরাফি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ