
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নবীগঞ্জ উপজেলার গুজাখাইড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন সিদ্দিকীর বাড়ির ফটক উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ)। এসময় তিনি বলেন- ‘বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমার সংসদীয় আসনের বিভিন্ন জায়গায় বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণ করা হবে।’
শুক্রবার (২০জানুয়ারি) নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট গতিগোবিন্দ দাশ, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়, সাবেক সাংগঠনিক কমান্ডার শফিকুল ইসলাম, নবীগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌর চন্দ্র রায়, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শেখ শাহনূর আলম ছানু, নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান নিজামুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান মুশতাক আহমেদ প্রমুখ।