ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

জামালগঞ্জে আমাল ফাউন্ডেশনের শীতবস্ত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ

জামালগঞ্জে আমাল ফাউন্ডেশনের শীতবস্ত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্রসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেছেন আমাল ফাউন্ডেশন।
রবিবার দুপুরে ইংল্যান্ডের দাতা সংস্থা ওয়ান উম্মাহ’র অর্থায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গন ও ভীমখালী ইউনিয়নের আটগাঁও গুচ্ছ গ্রামে অসহায় দরিদ্র পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও অপারেশন ম্যানেজার কাজী নাসির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তনুকা ভৌমিক, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি মো: জালাল মিয়া, জামালগঞ্জ সদর ইউপি সদস্য মো: মমিন মিয়া। এসময় প্রতিটি প্যাকেটে কম্বল, সুয়েটার, কানটুপি, লোশন, তেলের বোতল, পেট্রোলিয়াম জেলি ও মধুসহ দুই শতাধিক প্যাকেট বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ