
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে ৪জনকে ২ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা। এর আগে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলার সাটিয়াজুরি দি সান ব্রিকসের কাছে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে ৪জনকে ওই পরিমাণ অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানকালে এক্সেভেটরটি স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়েছে।