ইউকে রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
হেডলাইন

ওজু করলে যে সওয়াব মেলে

image 636715 1674171212 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নবিজি (সা.) বলেছেন, ‘যখন কোনো মুসলমান উত্তমরূপে ওজু করে, এরপর দাঁড়িয়ে মন লাগিয়ে খুশু-খুজুর সঙ্গে দুই রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়’।-মুসলিম

ওজু ইমানের অর্ধেক। ওজুর মাধ্যমে মানুষ বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় রকম পবিত্রতা অর্জন করতে পারে। হজরত আবু মালেক হারেস ইবনে আসেম আশআরি (রহ.) থেকে বর্ণিত হাদিসে নবি (সা.) বলেছেন, ‘ওজু ইমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা পূর্ণ করে। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ উভয়টা পূর্ণ করে অথবা আসমান-জমিন ও এ দুয়ের মাঝে যা আছে সবই পূর্ণ করে।’-মুসলিম

ওজু পাপ মোচনের মাধ্যম। ওজুর মাধ্যমে ছোট ছোট গুনাহ সহজে মাফ হয়ে যায়। হজরত ওসমান (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ওজু করে এবং তা উত্তমরূপে করে তার দেহ থেকে সব গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের ভেতর থেকেও।’ -বুখারি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ