ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

শ্রুতির পিঠা উৎসবে আবৃত্তি পরিবেশনায় মুক্তাক্ষর

শ্রুতির পিঠা উৎসবে আবৃত্তি পরিবেশনায় মুক্তাক্ষর

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাঙালির চিরাচরিত হৃদয় নিংড়ে উচ্ছ্বাসিত শব্দ পিঠা। এই পিঠাকে ঘিরে আদর মাখা ভালবাসা নিয়ে প্রতি বছরের মতো এবারও পিঠা উৎসবের আয়োজন করেছে শ্রুতি সিলেট। এই উৎসবের নান্দনিকতার বহিঃ প্রকাশে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

শুক্রবার (২০ জানুয়ারী) সকাল ৮টায় সুবিদবাজার ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ (ছোট স্কুল) প্রাঙ্গণে  পিঠা উৎসব উদ্বোধন করেন বরেণ্য অভিনয় শিল্পী  জয়ন্ত চট্টোপাধ্যায়। এর পরই চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ,গান,আবৃত্তির মুগ্ধতায় সিক্ত হয় উপস্থিত দর্শক শ্রুরুতারা। বিভিন্ন সংগঠনের পাশাপাশি আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর দলগত আবৃত্তি পরিবেশন নিয়ে মঞ্চে উঠে ১২টা ৪৫ মিনিটে।’চুপিচুপি, নোলক, আমার বাড়ি, সিলেট ভ্রমণ, আবার আসিব ফিরে ও ভাল থেক বিভিন্ন কবির কবিতায় বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায়-প্রিয়াশ্রী কর পিউ’র সঞ্চালনায় বৃন্দ আবৃত্তিতে কণ্ঠ দেন বীথি, গুলজার, আফসানা, নেনো, ঐশিকা, মণিষা, সাকিল,বিপ্র ও ইয়াসিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ