ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সিভিল সার্জন অফিসে সড়ক দুর্ঘটনা ও পানিতে মৃত্যু প্রতিরোধ কর্মশালা

সিভিল সার্জন অফিসে সড়ক দুর্ঘটনা ও পানিতে মৃত্যু প্রতিরোধ কর্মশালা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিভিল সার্জন কার্যালয় সিলেটের উদ্যোগে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।ইলেক্ট্রিক জার্নালিস্ট মিডিয়া (ইমজা)’র সভাপতি মঈন উদ্দিন মঞ্জু, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী,এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য ।

ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেজয় দত্তের সভাপতিত্বে ও এম ও সিএস ডাক্তার স্বপ্নীল সৌরভ রায়ের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ফ্যাসিলিটেটর স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক, ডাক্তার এম ও ডি সি আহমেদ শাহরিয়ার, ডাক্তার মায়মুন নাহার, ডাক্তার স্নিগ্ধা তালুকদার প্রমুখ।

এই সময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো রং ওভারটেইক এবং ট্রাফিক আইন না মেনে বেপরোয়াভাবে গাড়ি চালানো। তারা বলেন, এই সব অপরাধ সুষ্টভাবে তদারকী করা হয়না, বিচার হয়না বলেই অপরাধ কমছে না। সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে আমাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

সভাপতির বক্তব্যে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেজয় দত্ত দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে সিভিল সার্জনের অফিস কীভাবে কাজ করে তা বিস্তারিতভাবে তুলে ধরেন।তিনি বলেন, সিট বেল্ট বেঁধে গাড়ি চালানো এবং চড়া দুটোই নিরাপদ ড্রাইভিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এম ও সিএস ডাক্তার স্বপ্নীল সৌরভ রায় তার ডিজিটাল উপস্থাপনায় গত ১০ বছরে বাংলাদেশের সর্বত্র সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে মৃত্যুর কারণ, সংখ্যা ইত্যাদি পরিসংখ্যান তুলে ধরেন। সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে জনগণ ও সকল পর্যায়ের মানুষের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ