ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

ওরসে যাওয়ার পথে গণধর্ষণের শিকার কিশোরী

ওরসে যাওয়ার পথে গণধর্ষণের শিকার কিশোরী

 

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নরসিংদীর মনোহরদীতে ওরসে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হয়েছে ৮ম শ্রেণির এক কিশেরিী। গত সোমবার (১৬ই জানুয়ারি) রাতে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে ধর্ষিতার মা বাদী হয়ে অভিযুক্ত মেহেদী হাসানসহ চারজনকে আসামি করে মনোহরদী থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত মেহেদী হাসান একই ইউনিয়নের গোখলা গ্রামের আক্তার হোসেনের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী ছাত্রীর পরিবারের লোকজন জানান, মেহেদী হাসান ওই ছাত্রীকে মাদরাসায় আসা-যাওয়ার পথে প্রায় সময় উত্ত্যক্ত করত। বিষয়টি ওই শিক্ষার্থী বাড়িতে এসে তার মাকে জানায়। পরে তার মা মেহেদী হাসানের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানায় এবং উত্ত্যক্ত না করতে ছেলেকে নিষেধ করতে বলেন। এ ঘটনায় শুনে মেহেদী আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে।

গত সোমবার রাতে বাড়ির নিকটবর্তী পাঁচপীরের মাজারে বার্ষিক ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে ওই ছাত্রীসহ তার পরিবারের লোকজন ওরস শরীফে অংশ নেন। মাঝরাতে বিশেষ প্রয়োজনে বাড়িতে আসে মাদরাসা ছাত্রী। বাড়ির কাজ শেষ করে পুনরায় ওরসে যাওয়ার পথে আগে থেকে দলবদ্ধভাবে ওঁৎ পেতে থাকা মেহেদী হাসানসহ অজ্ঞাত আরও তিনজন তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক সৈয়দেরগাঁও বিলের মধ্যে নিয়ে যায়।

সেখানে অন্তত চারজন পালাক্রমে তাকে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। জ্ঞান ফিরলে আনুমানিক রাত আড়াইটার দিকে ক্রন্দনরত অবস্থায় বাড়ি এসে বিষয়টি সে তার বাবা-মাকে অবহিত করে। বিস্তারিত ঘটনা জানার পর বুধবার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে মেহেদী হাসানসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মনোহরদী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। এদের মধ্যে মেহেদী হাসানকেও চিহ্নিত করা হয়েছে। অন্যদের এ ঘটনায় জড়িত পেলে তাদেরে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ