
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :অসহায়-দুস্থ মানুষের পাশে সবাই দাঁড়াতে পারে না। সমাজের মধ্যে যাদের মূল্যবোধ আছে, তারাই মানবতার সেবায় এগিয়ে আসে। তাদের পথে চলাই মহত্তম কাজ। এজন্য অসহায়-দুস্থ মানুষকে সাহায্য জীবনের আনন্দ খোঁজে নিতে হবে।
রোটারি ক্লাব অব সিলেট সাউথের উদ্যোগে শীতবস্ত্র বিতরণে বক্তারা এসব কথা বলেন। গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে লাক্কাতুরা এলাকায় চা শ্রমিক শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান রোটারিয়ান মতিউর রহমান মতি।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ আলী মঞ্জুরের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান জুবায়ের আহমদ জাবের, পিপি রোটারিয়ান দেবাশীষ চক্রবর্তী, পি পি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, পিপি রোটারিয়ান শাহ জুনেদ আলী, ভাইস প্রেসিডেন্ট হাফেজ কামরুল ইসলাম, ট্রেজারার রোটারিয়ান নূর মোহাম্মদ আদনান, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান দীপক চক্রবর্তী প্রমুখ। এসময় শতাধিক শিশুর হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ।