
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :এসএমপি’র এয়ারপোর্ট থানার নতুন অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মোহাম্মদ মঈন উদ্দিন। তিনি গত ১৩ জানুয়ারি রাতে বিদায়ী অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ মাইনুল জাকিরের নিকট থেকে দ্বায়িত্বভার গ্রহন করেন। মোহাম্মদ মঈন উদ্দিন একই থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর ও ছাতক, মৌলভীবাজারের কুলাউড়া ও এসএমপি’র মোগলা বাজার থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ হিসাবে দ্বায়িত্ব পাওয়ায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। যে কোনো তথ্য দিতে ০১৩২০০৬৭৬২০ সরকারি এই নাম্বারে যোগাযোগ করার আহবান জানান।