ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সিলেটে নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

IMG 20230115 WA0010 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটে নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত। আজ রবিবার (১৫ জানুয়ারি) সকাল অনুমান ৭.২০ ঘটিকার সময় আম্বরখানা -এয়ারপোর্ট সড়কে একটি কালো রংয়ের প্রাইভেটকার (রেজিঃ নং-চট্ট মেট্রো-ভ-১১-০১১১)  এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার সংলগ্ন তিন বোন রেষ্টুরেন্টের বিপরীত পাশে দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সিমসন ডে চৌধুরী (৩৩) স্ব-জোরে ধাক্কা দিলে তিনি রাস্তার পড়ে গুরুত্বর আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেট কারের চালক সহ স্থানীয়রা চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত পথচারী সিমসন ডে চৌধুরী অনুমান সকাল ১১.৪৫ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় নিহত সিমসন ডে চৌধুরী এয়ারপোর্ট থানার লাক্কাতুরা চা-বাগান, রাজাবাড়ী উড়িয়াপাড়া মৃত আলেসন ডে চৌধুরী ছেলে। দূর্ঘটনায় কবলিত প্রাইভেটকার ও গাড়ীর চালক থানা হেফাজতে আছে। চালক মোঃ রিয়াজ উদ্দিন অন্তর (২৫),পিতা-জসিম উদ্দিন, গুলশান-১, রোড নং-১৫, বাসা নং-০৫, ফ্ল্যাট নং-বি/৩, ঢাকা জেলার গুলশান থানার বাসিন্দা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ