ইউকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সিলেটে অবৈধ ট্রাভেলস এজেন্সীর বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

সিলেটে অবৈধ ট্রাভেলস এজেন্সীর বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেটে অবৈধ ট্রাভেলস এজেন্সীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর তালতলাস্থ সুরমা টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়।

সিলেট মহানগরীতে নামে বেনামে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ট্রাভেলস এজেন্সী। অনুমোদনহীন এসব ট্রাভেলস এজেন্সীর মাধ্যমে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। বিপন্ন হচ্ছে অনেকের জীবন।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলায়মান।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অভিযানে উপযুক্ত কাগজপত্র না থাকায় মার্কেটের পাঁচটি ট্রাভেলস এজেন্সীকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ