ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

Habiganj Pic 07 01 2023 copy 2301071146 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার শাহাজিবাজার মানিকপুর গ্যাস ফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আব্দুল মালেক (৩৫) হবিগঞ্জ সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত আব্দুল মালেক শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের শুকুর আলী পুত্র।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জনায়, সিলেটমুখী ছোট ট্রাককে পিছন থেকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কার দেয়। এতে মাইক্রোবাসে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হয় এবং আব্দুল মালেক হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাইনুল ইসলাম ভূইয়া সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় কবলিত গাড়ি দুইটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ