ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

শিল্পকলার আয়োজনে প্রশংসায় পঞ্চমুখ সুধীমহল

শিল্পকলার আয়োজনে প্রশংসায় পঞ্চমুখ সুধীমহল

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটে চলছে ৭ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। উচ্ছ্বসিত দর্শকের মুহুর্মহুর করতালি ও প্রশংসার মধ্য দিয়ে সম্পন্ন হলো ৫ম দিনের কর্মসূচি। ‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা শিল্পকলা একাডেমি সিলেট আয়োজিত উৎসবের ৫ম দিনের শিরোনাম ছিল জঙ্গীবাদ ও মাদকাসক্তের বিরুদ্ধে সংস্কৃতি। আজ ১১ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্ত প্রাঙ্গনে ৫ম দিনের সাংস্কৃতিক উৎসব শুরু হয়। সাংস্কৃতিক পরিবেশনার পূর্বে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি জামিল আহমেদ চৌধুরী; বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব। আবৃত্তিশিল্পী অনিমা দে তন্বী’র উপস্থাপনায় সাংস্কৃতিক উৎসবে রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, দেশের গান, আধুনিক গান, বাউলগান, লোকগান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন রাধারমণ স্মৃতি তর্পণ, গীতাঞ্জলী, পংকজ দেব, কাকলী দত্ত মুন্নী, রাজীব দে চৌধুরী, পাপ্পু, রবিউল আউয়াল রবি, পপি দাস, ঈশিতা দাস, সুচিত্রা দাস, জুই রাণী তালুকদার, লিজা রাণী পাল, অর্পিতা দাস, অর্পিতা হাওলাদার ঐশি, এম এইচ নিজাম, ফকির মাহমুদা, ধরণী কান্ত দাস ও পরাগ রেণু দেব তমা। শিল্পীদের নান্দনিক পরিবেশনায় মুগ্ধ উপচে পড়া দর্শক। উৎসবে উপস্থিত হাজারো দর্শকের মুহুর্মুহুর করতালিতে প্রশংসিত হয় শিল্পীদের সকল পরিবেশনা। উৎসবটি চলবে আগামী ১৩ জানুয়ারি প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ