ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

bangla times sylhet 4 600x337 1 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন (৩৫) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের পূর্বগর্দনা গ্রামের মৃত ডুমাই আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল পৌণে ৪টার দিকে রাস্তা পারাপারের সময় সিলেটমুখী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক নাজিম উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

দুর্ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মুরুব্বিদের সহায়তায় সড়ক অবরোধ প্রত্যাহার করান।

পুলিশ পরিদর্শক ফারুক হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ