ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

তীব্র শীতে শান্তিগঞ্জের তানিলের মর্মান্তিক মৃত্যু

kb 3401 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ইরান থেকে তুরস্ক যাওয়ার পথে বরফের মধ্যে তীব্র শীতে অসুস্থ হয়ে তানিল আহমদ (২২) নামে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

তানিল আহমদ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ ভাইয়ের মধ্যে তানিল আহমদ সবার বড়। কয়েক মাস আগে ইরানে যান তিনি। তার স্বপ্ন ছিলো- সেখানে থেকে ইউরোপে গিয়ে সবাইকে নিয়ে সুখে-শান্তিতে দিন যাপন করবেন। ইরান থেকে তুরস্ক হয়ে গ্রীসে যাওয়ার পরিকল্পনা ছিল তানিলের। তবে ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে তীব্র শীতে অসুস্থ হয়ে মারা যাওয়ায় তানিলের সেই স্বপ্ন এখন স্বপ্নই রয়ে গেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন।

এদিকে, তানিলের মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম। কেঁদে কেঁদে বার বার মূর্ছা যাচ্ছেন তানিলের মা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ