ইউকে শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

জগন্নাথপুরে পাগড়ি পেলেন দশ হাফিজ

Untitled 5 copy 3 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের চাঁনপুর চক, (রসুলগঞ্জ) রিয়াছত উল্লা হাফিজিয়া মাদ্রাসা ও সুন্দর বিবি এতিমখানার উদ্যোগে পাগড়ি বিতরণী অনুষ্ঠান ও ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) দুপুর ২ টায় মাদ্রাসা ও এতিমখানার হল রোমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। রিয়াছত উল্লা হাফিজিয়া মাদ্রাসা ও সুন্দর বিবি এতিমখানার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক, সিলেট নগরীর তে-মূখী আলহাজ্ব সুন্দর আলী জামে মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. সুন্দর আলীর সভাপতিত্বে মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী মো. হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা জ-উ-ম আব্দুল মুনঈম মঞ্জলালী, বিশেষ অতিথি ছিলেন ভুরকি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুফফাজুল কোরআন মো. আব্দুস শহীদ।

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন রসুলগঞ্জ আলীম মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা উমর ফারুক, রসুলগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোশাহিদুর রহমান, সুজাত আলী, মাদ্রাসার পৃষ্ঠপোষক মো. সাহেব আলী, মাদ্রাসার পরিচালক আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা জমশেদ মিয়া তালুকদার, মুরব্বি হাজী লালা মিয়া, আব্দুল কাহার, তুরন মিয়া চৌধুরী, হারুন মিয়া, আবুল কালাম, রুহেল আহমদ, আব্দুল মছব্বির, গোলাব উদ্দিন, আছকির আলী, আব্দুল আউয়াল প্রমূখ। অত্র মাদ্রাসার ২০২২ সালে (হিফজ) সমাপনী ১০ জন হাফিজ শিক্ষার্থীর মধ্যে পাগড়ি বিতরণ করা হয়।

তারা হলেন, হাফিজ মো. মামুন মিয়া, হাফিজ মো. রফু মিয়া, হাফিজ মো. কুতুবুল আলম, হাফিজ জুবায়ের হাসান, হাফিজ সানজিদ আহমদ, হাফিজ মাহিদুর রহমান, হাফিজ ইমাদ উদ্দিন, হাফিজ নাদিম হোসেন বাবলু, হাফিজ জান্নাতুল আহমদ, হাফিজ সাঈদ আহমদ।এসময় অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সমাপনী শিক্ষার্থীরা এবং অনুষ্ঠান শেষে সমাপনী শিক্ষার্থীদের হাতেও ক্রেস্ট তুলে দেন অতিথি।

অনুষ্ঠানে রিয়াছত উল্লা হাফিজিয়া মাদ্রাসা ও সুন্দর বিবি এতিমখানার সকল শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা খরচে চালিয়ে যাওয়ায় এমন মহতি কার্যক্রমের জন্য প্রতিষ্ঠাতা আলহাজ্ব সুন্দর আলীর ভূয়সী প্রশংসা করেন অতিথি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ