ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান ২ লক্ষ ৮৮ হাজার টাকা জরিমানা

সিলেটে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান ২ লক্ষ ৮৮ হাজার  টাকা জরিমানা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করে ২ লক্ষ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সিলেট জেলার কালিঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোহাম্মদ এমরান হোসেন, পরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়। অভিযানকালে সার্বিক সহায়তা প্রদান করেন আনসার ব্যটিলায়ান এর সঙ্গীয় ফোর্স। উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৬টি দোকান/গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক) লংঘণের দায়ে এ জরিমানা করা হয়। এসময় প্রায় ৩ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন জনাব মোঃ বদরুল হুদা, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আলমগীর, জনাব মোঃ মোহাইমিনুল হক, সিহাবরক্ষণ কর্মকর্তা জনাব মোঃ শফিকুল ইসলাম পাটওয়ারী, পরিদর্শক জনাব মোঃ মামুনুর রশিদ, গবেষণাগার সহকারী জনাব মুহাম্মদ শাহাদাৎ হোসাইন উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ