ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

জামালগঞ্জে শীতার্ত পরিবারের মাঝে এমপি শামীমার কম্বল বিতরণ

জামালগঞ্জে শীতার্ত পরিবারের মাঝে এমপি শামীমার কম্বল বিতরণ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জামালগঞ্জে এমপি শামীমা আক্তার খানমের ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের প্রতিটি হতদরিদ্র শীতার্ত পরিবারে কম্বল বিতরণ করা হয়।

এ সময় সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড-শামীমা আক্তার খানম বলেন, দেশ এখন আর পিঁছিয়ে নেই। আমরা এখন মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নিত হয়েছি। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তাঁর পক্ষ থেকেই এই কম্বল বিতরণ করছি। তাঁকে যেন আল্লাহ দীর্ঘজীবি করেন। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে নৌকার জন্যও ভোট চান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা কৃষকলীগের সভাপতি মো.জালাল মিয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, ফেনারবাঁক ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মানিক মিয়া, উত্তর ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম খোকন প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ