ইউকে সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

নবীগঞ্জে অবৈধ ভাবে মাটি কাটায় লক্ষ টাকা জরিমানা

নবীগঞ্জে অবৈধ ভাবে মাটি কাটায় লক্ষ টাকা জরিমানা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পারকুল এলাকায় অবৈধভাবে মাটি কেটে অন্যত্র বিক্রি করার দায়ে লিটন মিয়া নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৭ জানুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পারকুল এলাকায় অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।

অভিযানকালে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় আইনি সহায়তা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, অবৈধভাবে মাটিকাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ