ইউকে সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

গভীর রাতে নগরীর ভাসমানদের মধ্যে এপেক্স ক্লাব অব সিলেট এর শীতবস্ত্র বিতরণ

গভীর রাতে নগরীর ভাসমানদের মধ্যে এপেক্স ক্লাব অব সিলেট এর শীতবস্ত্র বিতরণ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন এপেক্স ক্লাব অব সিলেট এর উদ্যোগে গভীর রাতে নগরীর ভাসমানদের মধ্যে শীতবস্ত্র হয়েছে। শনিবার (৭ জানুয়ারী) রাতে সিলেট নগরীর বিভিন পয়েন্টে অসহায় ও কম ভাগ্যবানদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এপেক্স ক্লাব অব সিলেট এর সভাপতি এপে: আশিষ রায় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা-৪ এর গভর্ণর এপে: মোঃ বাবুল মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অতীত জেলা-৪ গভর্ণর এপে: শাহেদুর রহমান শাহেদ, জেলা-৪ গভর্ণর (ইলেক্ট) এপে: এডভোকেট জালাল উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পতেঙ্গার সাবেক সভাপতি মীর আহমদ, এপেক্স সিলেট এর সাবেক সভাপতি এপে: তাহেদুর রহমান, সদ্য অতীত সভাপতি শেখ জাহেদুর রহমান মাছুম, অতীত সভাপতি এডভোকেট বাবুল মিয়া, অতীত সভাপতি মোঃ এমদাদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মোস্তাফিজুর রহমান, এপেক্স ক্লাব সিলেট এর সদস্য নোমান আহমদ প্রমুখ।

উল্লেখ্য যে, পুরো শীতকাল জুড়ে এপেক্স ক্লাব অব সিলেট অসহায় ও কম ভাগ্যবানদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ