ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন এপেক্স ক্লাব অব সিলেট এর উদ্যোগে গভীর রাতে নগরীর ভাসমানদের মধ্যে শীতবস্ত্র হয়েছে। শনিবার (৭ জানুয়ারী) রাতে সিলেট নগরীর বিভিন পয়েন্টে অসহায় ও কম ভাগ্যবানদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এপেক্স ক্লাব অব সিলেট এর সভাপতি এপে: আশিষ রায় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা-৪ এর গভর্ণর এপে: মোঃ বাবুল মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অতীত জেলা-৪ গভর্ণর এপে: শাহেদুর রহমান শাহেদ, জেলা-৪ গভর্ণর (ইলেক্ট) এপে: এডভোকেট জালাল উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পতেঙ্গার সাবেক সভাপতি মীর আহমদ, এপেক্স সিলেট এর সাবেক সভাপতি এপে: তাহেদুর রহমান, সদ্য অতীত সভাপতি শেখ জাহেদুর রহমান মাছুম, অতীত সভাপতি এডভোকেট বাবুল মিয়া, অতীত সভাপতি মোঃ এমদাদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মোস্তাফিজুর রহমান, এপেক্স ক্লাব সিলেট এর সদস্য নোমান আহমদ প্রমুখ।
উল্লেখ্য যে, পুরো শীতকাল জুড়ে এপেক্স ক্লাব অব সিলেট অসহায় ও কম ভাগ্যবানদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।










