ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জমিজামা ও পূর্ব শত্রুতার দ্বন্ধের সংঘাতে পাঁচজন আহতের দুইদিন না যেতেই ফের সংঘর্ষ বাঁধল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সৈয়দনগর গ্রামে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে গত সোমবার উভয়পক্ষ সংঘর্ষ বেঁধে ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ওই দিনই মামলা হলেও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি জামালগঞ্জ থানা পুলিশ। অভিযুক্ত বিবাদীগন মামলার একদিন পরই জামিন এনে পূণরায় সংঘর্ষে জড়িয়েছেন বলে দাবী বাদীপক্ষের।
এলাকাবাসী সূত্রে জানাযায়: বৃহস্পতিবার সকালে সৈয়দনগর গ্রামের গৌছ উদ্দিন (৫৯) বিল্লাল মিয়া (২৬) মাজহারুল ইসলাম (২৪) আলমগীর (৩০) মুবাশ্বির (২০) জুনাইদ (২২) ও গেলমানসহ (৩০)
কয়েকজন মিলে জমিতে ধানের চারা রোপন করছিলেন। এসময় বিবাদী শহীদ গংয়ের প্রায় ৪০ জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। পরে খবর পেয়ে আহতদের বাড়ি থেকে লোকজন ঘটনাস্থলে আসলে শুরু হয় উভয় পক্ষের সংঘর্ষ। এতে গৌছ উদ্দিন, তার চাচা আক্তার হোসেন (৭০) ও বিল্লাল গুরুতর আহত হন। পরে আশংকাজনক অবস্থায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে জামালগঞ্জ থানার বর্তমান দায়িত্বে থাকা (এস আই) মেহেদী হাসান জানান, দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। এখনো কোন পক্ষই মামলা দায়ের করেনি। মামলা হলে তদন্তপূর্বক ব্যাবস্থা নেয়া হবে।










