ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

চুনারুঘাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ

চুনারুঘাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জেলার চুনারুঘাট  আহম্মদাবাদ ইউনিয়নে  বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  গড়বে শিশু সোনার দেশ ছড়িয়ে দিবে আলোর রেশ এ স্লোগানকে ধারণ করে সোমবার (২ জানুয়ারী)  দুপুরে  ২ নং আহম্মদাবাদ  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে  শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের আওতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং ইউনিসেফ ও ইউরোপিও ইউনিয়নের সহায়তায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আহম্মদাবাদ  ইউনিয়নের  চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ এর  সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এপিসি  রুমানা আক্তার মুক্তা এর  সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও চুনারুঘাট  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাংবাদিক নুর উদ্দিন সুমন, জিলানী আখনজী,   ইউপি সদস্য মোঃ মাসুক ভুইয়া, সংরক্ষিত আসনের নাছিমা খাতুন। সভায় শিশুদের উন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ, সুরক্ষা ও অধিকার নিয়ে সভায় আলোচনা হয়। এতে দুইশতাধিক নারী উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ