ইউকে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

প্রেমিকার আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় প্রেমিক কারাগারে

প্রেমিকার আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় প্রেমিক কারাগারে

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মৌলভীবাজারের জুড়ীতে প্রেমিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করলে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়েছে পুলিশ। তারপর ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত যুবকের নাম তাজ উদ্দিন। তার বাড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের মধ্য বটুলি গ্রামে।

জানা যায়, তাজ উদ্দিনের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। তখন ওই তরুণীর আপত্তিকর ছবি তুলে রাখেন তিনি। একপর্যায়ে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তারপর তাজ উদ্দিন অন্যত্র বিয়ে করে ফেলেন। কোনো কারণে ওই যুবক ৪-৫ দিন পূর্বে সাবেক প্রেমিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। তারপর ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ করেন।

জুড়ী থানার ওসি মো মোশাররফ হোসেন সমকালকে বলেন, মেয়ের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করলে ওই যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ